সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বাথরুমের দরজা বন্ধ করে কাঁদতেন ডায়ানা

বাথরুমের দরজা বন্ধ করে কাঁদতেন ডায়ানা

প্রিন্সেস ডায়ানা ও প্রিন্স চার্লসের বিয়ে গোটা বিশ্বে আগ্রহের বিষয় ছিল। কিন্তু লাস্যময়ী ডায়ানা দাম্পত্য জীবনে সুখী ছিলেন না। মনের দুঃখে তিনি মাঝে মাঝে বাথরুমের দরজা বন্ধ করে কাঁদতেন। আর তা সহ্য করতে পারতেন না বড় ছেলে প্রিন্স উইলিয়াম। তিনি বাথরুমের দরজার নিচ দিয়ে টিস্যু পেপার এগিয়ে দিতেন মাকে, যাতে তিনি চোখ মুছতে পারেন। প্রিন্সেস ডায়ানার জীবনীকার অ্যান্ড্রু মার্টন এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি প্রথমে প্রিন্সেস ডায়ানার ওপর একটি বই লেখেন। এর নাম দেওয়া হয় ‘প্রিন্সেস ডায়ানা’। বইটি বেস্ট সেলার হয়। এরপর তাকে আরেকটু নবায়ন করে এবার লিখেছেন ‘ডায়ানা : হার ট্রু স্টোরি’। এই বই সম্পর্কে লেখক বলেছেন, তিনি বইটি লেখার সময় যথেষ্ট সচেতন ছিলেন যেন এমন কোনো বিষয় লেখায় না আসে যাতে তার দুই ছেলে মনে কষ্ট পায় বা বিব্রত হয়। এই বইয়ের বিষয়ে ৬৪ বছর বয়সী মার্টন লন্ডনের আইটিভিতে ‘লুজ ওমেন’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সেখানে উপস্থাপক তাকে প্রশ্নবাণে জর্জরিত করেন। জানার চেষ্টা করেন ডায়ানার জীবনে ঘটে যাওয়া অজানা কোনো অধ্যায় সম্পর্কে। এমনতরো এক প্রশ্নের উত্তরে তিনি বলে বসেন, একবার বাথরুমে ক্রন্দনরত প্রিন্সেস ডায়ানাকে দরজার নিচ দিয়ে টিস্যু পেপার এগিয়ে দিয়েছিলেন প্রিন্স উইলিয়াম। তিনি বলেন, আমি উইলিয়াম ও হ্যারিকে আহত করতে চাই না। তাদের মা ও পিতার মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তা বলে তাদের অস্বস্তিকর অবস্থায় ফেলতে চাই না। উল্লেখ্য, অ্যান্ড্রু মার্টন প্রথম ১৯৯২ সালে তার বিস্ফোরক বইটি লেখেন।

সর্বশেষ খবর