সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ট্রাম্পের ক্ষমতা কেড়ে নিচ্ছে কংগ্রেস!

ট্রাম্পের ক্ষমতা কেড়ে নিচ্ছে কংগ্রেস!

জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির মতো বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক ক্ষমতা কেড়ে নেওয়া শুরু করেছে দেশটির পার্লামেন্ট কংগ্রেস। রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক থেকে শুরু করে প্রতিরক্ষা দফতরের বাজেট ইস্যুতে হোয়াইট হাউসের ক্ষমতা খর্ব করার প্রস্তাব করেছেন খোদ ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির আইন প্রণেতারা। এর মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তারা ট্রাম্প প্রশাসনের আকাঙ্ক্ষাকে এড়িয়ে যাচ্ছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ট্রাম্পের রাশিয়াপ্রীতি ভাবিয়ে তুলেছে রিপাবলিকান সিনেটরদের। তাই সম্প্রতি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ‘রাশিয়া স্যাংকশনস প্যাকেজ’ নামে এক ধরনের নিষেধাজ্ঞা প্রস্তাব পাস করেছে। এর ফলে কংগ্রেস রাশিয়া-সংক্রান্ত যে কোনো বিষয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারবে। এ ছাড়া চলতি সপ্তাহে ‘কংগ্রেশনাল কমিটি’ ট্রাম্প প্রশাসনের বাজেটের চেয়েও ৩০ বিলিয়ন ডলার বেশি বাজেটের তিনটি প্রতিরক্ষা বিল অনুমোদন করেছে। রিপাবলিকানদের অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী সেনাবাহিনীকে ঢেলে সাজাতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। তাই তার সিদ্ধান্তের বিপরীতে অবস্থান নিয়েছেন তারা। চলতি সপ্তাহে এক আকস্মিক ভোটে সিনেটের একটি হাউস প্যানেল ২০০১ সালের অথরাইজেশন ফর ইউজ অব মিলিটারি ফোর্স (এইউএমএফ) বিলটি সংশোধনের অনুমোদন দেয়। সিএনএন।

সর্বশেষ খবর