মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কাতারকে আরও দুই দিন সময় দিল সৌদি জোট

আলজাজিরা বন্ধসহ ১৩ শর্ত

নিষেধাজ্ঞা থেকে রেহাই পেতে প্রস্তাবিত ১৩ শর্ত পূরণে কাতারকে আরও ৪৮ ঘণ্টা সময় দিয়েছে সৌদি আরব ও তার তিন সহযোগী দেশ। ওই সময়ের মধ্যে দাবিগুলো মেনে নেওয়া না হলে দেশটির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। গত ৫ জুন সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ তুলে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে করে বাণিজ্য ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। এসব দাবির ব্যাপারে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল রহমান আল থানি আগেই জানিয়েছেন, কাতার সৌদি জোটের দাবিগুলো প্রত্যাখ্যান করেছে কিন্তু শর্ত নিয়ে আলোচনায় প্রস্তুত আছে। এর আগে নিষেধাজ্ঞা থেকে রেহাই পেতে কাতারকে ১০ দিনের মধ্যে ইরানের সঙ্গে সম্পর্ক হ্রাস, তুরস্কের একটি সামরিক ঘাঁটি বন্ধ ও আল জাজিরা টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়াসহ ১৩ দফা দাবি পূরণের শর্ত দিয়েছিল দেশগুলো। শর্ত পূরণের সময়সীমা রবিবার রাতে শেষ হয়।  কিন্তু সংকটের কোনো সমাধান হয়নি। এরপর নতুন করে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হলো। দোহা জানায়, শর্তের বিষয়ে তারা তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া চিঠির মাধ্যমে আজ (গতকাল) জানিয়ে দেবে। কুয়েতের কাছে এই চিঠি দেওয়া হবে। দেশটি এই সংকট সমাধানের মধ্যস্থতার চেষ্টা চালিয়ে আসছে।

আরব নেতাদের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ : কাতার সংকট নিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানায়, এই ফোনালাপে ট্রাম্প আরব নেতাদের পুনরায় সন্ত্রাসবাদ দমনের গুরুত্ব এবং চরমপন্থিদের অর্থায়ন বন্ধের বিষয়টি মনে করিয়ে দেন। বিবিসি, সিএনএন।

সর্বশেষ খবর