মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি মারাত্মক উসকানি : চীন

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত একটি দ্বীপের নিকটে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতিকে ‘মারাত্মক রাজনৈতিক ও সামরিক উসকানি’ হিসেবে বর্ণনা করেছে বেইজিং। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে ফক্স নিউজ ও কয়েকটি সংবাদ সংস্থা জানায়, মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস স্টেথেম’ চীনের দাবিকৃত ট্রিটন দ্বীপের ১২ নটিক্যাল মাইলের ভিতরে নোঙর করে। স্থানীয় সময় রবিবার শেষ ভাগে চীনের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করে ওই মন্তব্য করেছে। এ ছাড়া বিতর্কিত ওই দ্বীপে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতির জবাবে দেশটি সংশ্লিষ্ট এলাকায় সেনা জাহাজ ও যুদ্ধবিমান পাঠিয়েছে। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জগুলোয় চীনের ক্রম দখলদারিত্ব ও আগ্রাসী আচরণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বরাবরই সতর্কতা দিয়ে আসছে। তবে এ সতর্কতায় কান না দিয়ে বেইজিং বলছে, দেশটি তার সার্বভৌম অধিকারের মধ্যে থেকেই সেখানে ওইসব তত্পরতা চালাচ্ছে। জাতীয় সার্বভৌম ও নিরাপত্তা সুরক্ষার স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা প্রয়োগ করা হবে বলেও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়। এদিকে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং হুঁশিয়ারি দিয়েছেন যে, নেতিবাচক বিষয়গুলো চীন-মার্কিন সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। বিবিসি।

সর্বশেষ খবর