রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জি-২০ সম্মেলন ঘিরে আগুন, ভাঙচুর, সংঘর্ষ

জি-২০ সম্মেলন ঘিরে আগুন, ভাঙচুর, সংঘর্ষ

জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনে শেষ দিনেও পুঁজিবাদ বিরোধিরা গতকাল রাতবর গাড়ি পুড়িয়ে ও রাস্তায় ব্যারিকেড বসিয়ে বিক্ষোভ দেখায় —এএফপি

জার্মানির হামবুর্গে  শুক্রবার থেকে শুরু হওয়া দুদিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলনকে ঘিরে পুঁজিবাদ ও বিশ্বায়নবিরোধীরা গতকাল শেষ দিনেও বিক্ষোভ করছে। সম্মেলনের আগে থেকে বিক্ষোভ শুরু হলেও সম্মেলন শুরুর দিন শুক্রবার বিক্ষোভকারীরা রাস্তায় দেওয়া পুলিশি ব্যারিকেড, গাড়ি ও কিছু দোকানে আগুন দেয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সম্মেলন স্থানের খুব কাছে বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সম্মেলনের শেষ দিনও  গতকাল  সংঘর্ষ অব্যাহত ছিল। গুরুত্বের দিক থেকে যেকোনো পরিসংখ্যানে জাতিসংঘের পরেই জি-২০-এর অবস্থান। কারণ এই সংগঠনে রয়েছে জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সবাই। সম্মেলনে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের  প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁসহ সদস্য দেশের নেতারা। বিবিসি ।

সর্বশেষ খবর