রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা
বিচার বিভাগের উদ্বেগজনক তথ্য

যুক্তরাষ্ট্রে ঘৃণাজনিত অপরাধ ঘটছে বছরে আড়াই লাখ

২০১৫ সাল পর্যন্ত ১০ বছরে যুক্তরাষ্ট্রে ২৫ লক্ষাধিক ঘৃণাজনিত অপরাধ (হেইট ক্রাইম) ঘটেছে অর্থাৎ বার্ষিক গড়ে আড়াই লাখ অপরাধ হয়েছে। ধর্মীয়, জাতিগত, বর্ণ এবং ভাষাগত কারণে আক্রান্ত হওয়ার ঘটনাকে হেইট ক্রাইমের অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে নিউইয়র্কে বাংলাদেশি দুই ইমাম, এক মহিলা, এক রাজনীতিকের হত্যাকাণ্ডও রয়েছে। সাম্প্রতিক সময়ে মসজিদে যাতায়াতকালে যারা আক্রান্ত হয়েছেন, তাদের তথ্যও সন্নিবেশিত হয়েছে এ পরিসংখ্যানে। কর্তব্যরত পুলিশ কর্তৃক কৃষ্ণাঙ্গদের হত্যাকাণ্ডের ফিরিস্তিও রয়েছে এ রিপোর্টে। বিচার বিভাগ গত সপ্তাহে প্রকাশ করেছে উদ্বেগজনক এ তথ্য। এছাড়া আরও অনেক হেইট ক্রাইমের তথ্য পুলিশ কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে

জানানোই হয়নি বলেও উল্লেখ রয়েছে বিচার বিভাগের নথিতে। তথ্য অনুযায়ী, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত যত হেইট ক্রাইম হয়েছে তার ৫৪% এরই রিপোর্ট হয়নি পুলিশ-প্রশাসনে। ৪৪% ভিন্নভাবে মোকাবিলার প্রয়াস নেয়। অর্থাৎ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সম্পর্ক নেই-এমন সংস্থা অথবা ব্যক্তির মাধ্যমে সে সবের ফয়সালা করা হয়েছে বলেও বিচার বিভাগ জানতে পেরেছে। এনআরবি নিউজ।

সর্বশেষ খবর