রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শিগগিরই ব্রিটিশ মার্কিন বাণিজ্যচুক্তি

জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, খুব দ্রুতই তাদের মধ্যে শক্তিশালী বাণিজ্যচুক্তি সম্পন্ন হবে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি আলোচনা করতে লন্ডন যাবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন। মের সঙ্গে আলোচনা সম্পন্ন হওয়ার পর ট্রাম্প জানান, তাদের মধ্যে ‘খুবই ভালো সম্পর্ক’ তৈরি হয়েছে। তিনি বলেন, আমাদের দুই দেশের মতো ভালো সম্পর্ক আর  কোনো দেশের মধ্যে হওয়া সম্ভব নয়। আমরা এমন একটি বাণিজ্যচুক্তি নিয়ে কাজ করছি যা দুই দেশের জন্যই হবে খুবই গুরুত্বপূর্ণ ও শক্তিশালী চুক্তি এবং এটি খুব দ্রুতই সম্পন্ন হবে। বিবিসি।

সর্বশেষ খবর