রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে মতৈক্যে ১২২ দেশ

দীর্ঘ আলোচনার পর জাতিসংঘের প্রায় দুই-তৃতীয়াংশ দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে রাজি হয়েছে। তবে এ চুক্তি বয়কট করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সসহ অন্যান্য দেশ। এর পরিবর্তে দেশগুলো বহু দশকের পুরনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতেই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানিয়েছে।

পারমাণবিক যুদ্ধ এড়াতে ৭ দশকের প্রচেষ্টার পর শুক্রবার প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করতে বৈশ্বিক ওই চুক্তি হয়। জাতিসংঘের ১৯২টি সদস্য দেশের মধ্যকার দুই-তৃতীয়াংশ দেশের আলোচকরা ১০ পাতার চুক্তি চূড়ান্ত করেন। চুক্তির পক্ষে পড়েছে ১২২ ভোট। একটি ভোট পড়েছে বিপক্ষে এবং সিঙ্গাপুর ভোটদানে বিরত ছিল। এখন ৫০টি দেশ চুক্তিটি অনুমোদন করার ৯০ দিন পর এটি কার্যকর হবে। এএফপি।

সর্বশেষ খবর