রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সৌদি জোটের বিরুদ্ধে ইউনেস্কোতে অভিযোগ কাতারের

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংগঠন ইউনেস্কোর কাছে কাতার অভিযোগ করেছে যে, সৌদি আরবের নেতৃত্বাধীন চারটি দেশের জোট তার শিক্ষার্থীদের শিক্ষা-অধিকার থেকে বঞ্চিত ও হয়রানি করছে। বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে কাতারের জাতীয় মানবাধিকার কমিটি (এনএইচআরসি)-এর চেয়ারম্যান আলী বিন শেখ আল মারি ইউনেস্কোর সহকারী পরিচালক এরিক ফল্টের কাছে এ অভিযোগপত্র জমা দেন। গত ৫ জুন আরব বিশ্বের চারটি দেশ সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। সন্ত্রাসবাদে অর্থায়ন ও অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের অভিযোগ তুলে ওই ব্যবস্থা নেয় দেশগুলো। দেশটি শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে। ইউনেস্কোর কাছে করা অভিযোগে সৌদি আরবের বিরুদ্ধে ২৯টি, সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ৮৫টি ও বাহরাইনের বিরুদ্ধে ২৫টি সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেছে কাতার। এ বিষয়ে আলী মারি বলেন, ‘কাতারের শিক্ষার্থীদের পরীক্ষা নিতে বাধা দেওয়া, সার্টিফিকেট না দেওয়া, শিক্ষার্থীদের হিসাব সমাপ্ত না করা এবং কোনো কারণ ছাড়াই রেজিস্ট্রেশন বাতিল করার মতো অভিযোগ রয়েছে। আলজাজিরা।

সর্বশেষ খবর