রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা
অন্য খবর

তরমুজ ফ্যাশন

তরমুজ ফ্যাশন

সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ফ্যাশন সচেতনাও অনেক বেড়েছে। আজকাল  পোশাক, জুতা, প্রসাধনী, চুল সব কিছুতেই  ট্রেন্ডি ফ্যাশন খোঁজতে অভ্যস্ত মানুষ। তাছাড়া এখন মানুষ যখন-তখন সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে প্রকাশ করতেও আগ্রহী হয়ে ওঠেছে। হঠাৎ করে যে ধরনের ফ্যাশন হট কেকের মতো চলছে দুই বছর পর তা একেবারেই আবার অচল মনে হতে পারে। যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত এই পরিবর্তনের ধারা বহমান থাকবে এটাই স্বাভাবিক। সমপ্রতি ফ্যাশন দুনিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে ‘তরমুজ ফ্যাশন’। তরমুজ ফ্যাশন বললেও কেউ কিন্তু তরমুজের মতো সাজছে না। মূলত তরমুজের লাল অংশকে পোশাকের ডিজাইনে কেটে তার পেছনে দাঁড়িয়ে ফটো সেশনে মেতে উঠেছে মানুষ। আর এটাই এখন নেটদুনিয়ায় ভাইরাল। তরমুজ ফ্যাশনের ছবিগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলছে। তবে এই ধরনের তরমুজ ফ্যাশন করতে হলে নিঃসন্দেহে পাকা সেলফিবাজ হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর