সোমবার, ১০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ইভাঙ্কার কূটনৈতিক দক্ষতা নিয়ে বিদ্রূপ

প্রশ্নবিদ্ধ ট্রাম্প

ইভাঙ্কার কূটনৈতিক দক্ষতা নিয়ে বিদ্রূপ

জি-২০ শীর্ষ সম্মেলনে কিছু সময়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসনে বসে পড়ায় বিপাকে পড়েছেন তার কন্যা ইভাঙ্কা ট্রাম্প। ট্রাম্প-বিরোধী মার্কিন ও ব্রিটিশ মিডিয়াগুলোতে তা হাজির হয় শীর্ষ খবর হিসেবে। সম্মেলনের ওই বৈঠকটি ছিল অভিবাসন ইস্যু নিয়ে। আর ইভাঙ্কা কাজ করেন নারীর ক্ষমতায়নে। অভিবাসন ইস্যুর ওই বৈঠকে তিনি  কোনো কথা না বলায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তার কূটনৈতিক দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার জার্মানির হামবুর্গে সম্মেলন চলাকালীন ট্রাম্প ইন্দোনেশীয় নেতার সঙ্গে সাইডলাইন বৈঠক করতে কিছুক্ষণের জন্য বের হয়ে যান। সম্মেলনস্থলে তখন আফ্রিকান অভিবাসন ও স্বাস্থ্য ইস্যুতে আলোচনা চলছিল। বাবা সাইডলাইন  বৈঠকে চলে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হন ইভাঙ্কা। কিছুক্ষণ পর ট্রাম্প ফিরে এসে আবার তার আসন গ্রহণ করেন। এর সমালোচনা করে এমএসএনবিসিকে ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য ম্যাক্সিন ওয়াটারস বলেন, ‘এটা ভালো  ঠেকছে না। জি টোয়েন্টিতে মার্কিন প্রেসিডেন্ট যোগ দিয়েছেন এবং মুক্ত বিশ্বেও নেতা হিসেবে তিনি আমাদের প্রতিনিধিত্ব করছেন। তিনি এখন রাজনীতি নিয়ে খেলা করতে যাচ্ছেন এবং মেয়েকে জায়গা করে দিচ্ছেন। তাকে এমন এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসিয়েছেন যার বিষয়বস্তু সম্পর্কে ইভাঙ্কা কিছুই জানেন না।’ হিলারি ক্লিনটনের ক্যাম্পেইনের প্রগ্রেসিভ মিডিয়াবিষয়ক সাবেক পরিচালক জেরলিনা ম্যাক্সওয়েল এমএসএনবিসিকে বলেন, ‘এটি পুরোপুরি অযথার্থ। ইভাঙ্কা ট্রাম্পের কী এমন যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে যার জন্য তাকে থেরেসা মে, ভ্লাদিমির পুতিনের মতো বিশ্বনেতাদের সঙ্গে একই আলোচনার টেবিলে হাজির করা যায়? আমি মনে করি এটি এ প্রশাসনের একেবারে অন্তর্নিহিত পর্যায়ের দুর্নীতি।’

সর্বশেষ খবর