সোমবার, ১০ জুলাই, ২০১৭ ০০:০০ টা
অন্য খবর

পুরুষের সন্তান জন্মদান!

পুরুষের সন্তান জন্মদান!

নারীরাই সন্তান জন্ম দেবেন এটাই প্রকৃতির নিয়ম। তবে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে কৃত্রিম নানা উপায়েও সন্তান নেওয়া যায়। সে ক্ষেত্রেও নারীরাই সন্তান ধারণ করে থাকেন। তবে প্রথম ব্রিটিশ হিসেবে এর ব্যত্যয় ঘটিয়েছেন ২১ বছর বয়সী পুরুষ হেইডেন ক্রস। তিনি সিজারিয়ান সেকশনের মাধ্যমে গত ১৬ জুন একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন! ব্রিটিশ দৈনিক দ্য সানকে এ কথা জানিয়েছেন তিনি। ইতিমধ্যে মেয়ের নামও রেখেছেন, ট্রিনিটি লেগ। সদ্যজাতকটি সম্পূর্ণ সুস্থ আছে বলেও ক্রসের বরাতে দৈনিকটি জানিয়েছে। হেইডেন ক্রস অবশ্য জন্ম থেকেই পুরুষ ছিলেন না। ২১ বছর আগে পেইজ নামে মেয়ে হিসেবেই তার জন্ম হয়েছিল। পরে হরমোন চিকিৎসার মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করে তিনি পুরুষ হয়েছেন। অবশ্য নারী থেকে পুরুষ হওয়ার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি তার। এ অবস্থাতেই সন্তান জন্ম দিলেন ক্রস। চলতি বছরের শুরুতেই প্রেগনেন্ট হওয়ার কথা জানিয়ে বিশ্বব্যাপী হইহই ফেলে দিয়েছিলেন ক্রস। একজন শুক্রাণু দাতার মাধ্যমে তিনি সন্তান ধারণ করছেন বলে তখন জানিয়েছিলেন। এদিকে, পুরুষ হিসেবে সন্তান জন্মদানের ঘটনা পৃথিবীতে এটাই প্রথম নয়। থমাস বেয়াটি নামে এক আমেরিকান পুরুষ ২০০৮ সালে একটি সন্তানের  জন্ম দিয়েছিলেন। বেয়াটিও প্রথমে নারী ছিলেন। পিটিআই

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর