শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আলামত নেই কাতার সংকট সমাধানের

আলামত নেই কাতার সংকট সমাধানের

রেক্স টিলারসন

কোনো বিশেষ সফলতা ছাড়াই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সৌদি আরব সফর শেষ হয়েছে। চলতি সপ্তাহে তিনি কুয়েত, কাতার ও সৌদি আরব সফর করেন এবং এসব দেশের নেতাদের সঙ্গে কাতার ইস্যুতে চলমান সংকট কাটানোর উপায় নিয়ে আলোচনা করেন। তবে এখনো এ ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি। কুয়েত সফরের মাধ্যমে টিলারসন মধ্যপ্রাচ্য সফর শুরু করলেও বুধবার সৌদি আরব থেকে আবার কুয়েত যান। তবে সৌদি নেতাদের সঙ্গে তার কী কথা হয়েছে এবং আলোচনা কোথায় গিয়ে আটকে গেছে সে সম্পর্কে তিনি কোনো বিবৃতি প্রকাশ করেননি। এদিকে, মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, টিলারসন আজ (গতকাল) আবার কুয়েত থেকে কাতারে যাবেন এবং সৌদি যুবরাজের সঙ্গে আলোচনার বিষয়বস্তু জানাবেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ আবদুর রহমান আলে সানিকে।

সর্বশেষ খবর