শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ভারতে স্কুটারে মাংস পেয়েই বেদম প্রহার

কলকাতা প্রতিনিধি

ভারতে গো রক্ষকদের সহিংস আচরণ কমছেই না। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর বার্তার পরেও তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। গোমাংস বহন করছে এই অভিযোগে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে এক মুসলিম ব্যক্তিকে প্রচণ্ড মারধর করার অভিযোগ উঠেছে। বুধবার নাগপুরের ভরসিঙ্গি এলাকায় ইসমাইল শেখ (৪০) নামে ওই ব্যক্তি নিজের স্কুটার চালিয়ে আসার সময়ই তার পথ আটকায় কয়েকজন যুবক। এরপর গাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে তাকে প্রচণ্ড মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসমাইলকে মারধর করার ঘটনায় স্থানীয় চার ব্যক্তির জড়িত থাকার অভিযোগ উঠেছে। পুলিশ ওই চার ব্যক্তিকেই আটক করেছে। গত মাসের শেষের দিকে গোমাংস খাওয়ার অভিযোগে হরিয়ানায় ট্রেনের মধ্যে জুনেদ খান (১৫) নামে এক যুবককে খুন করার অভিযোগ ওঠে। ওই ঘটনার পরই সংখ্যালঘু ও দলিতদের ওপর হামলার অভিযোগে ভারত জুড়ে বিক্ষোভ হয়।

সর্বশেষ খবর