শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আলজাজিরা বন্ধ করতে চান নেতানিয়াহু

জেরুজালেমে আলজাজিরার অফিস বন্ধ করে দিতে চাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিদ্যমান আইনে তা সম্ভব না হলে প্রয়োজনে নতুন আইন করে চ্যানেলটি ইসরায়েল থেকে বহিষ্কার করতে চান তিনি। চ্যানেলটির বিরুদ্ধে তার অভিযোগ সাম্প্রতিক সহিংসতায় উসকানি দিয়ে সংবাদ প্রচার করেছে। নেতানিয়াহুর তরফে এমন সময়ে এই মন্তব্য এলো যখন সৌদি আরবের নেতৃত্বাধীন চারটি আরব দেশ আলজাজিরা বন্ধ করে দেওয়ার জন্য কাতারকে চাপ দিচ্ছে। ফেসবুক পোস্টে নেতানিয়াহু বলেন, ‘আলজাজিরা চ্যানেল টেম্পল মাউন্ট ঘিরে সহিংসতায় উসকানি দেওয়া অব্যাহত রেখেছে। জেরুজালেমে মুসলিমদের পবিত্র স্থান হারেম আল শরিফের প্রসঙ্গ তুলে একথা বলেন তিনি। ইহুদিদের কাছে এই পবিত্র স্থানটি ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত। পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জেরুজালেমে আলজাজিরার অফিস বন্ধ করে দেওয়ার জন্য আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কাছে বেশ কয়েকবার আবেদন জানিয়েছি। বিদ্যমান আইনে তা সম্ভব না হলে ইসরায়েল থেকে চ্যানেলটিকে বহিষ্কার করার জন্য আমি প্রয়োজনীয় আইন গ্রহণের চেষ্টা করছি।’ এএফপি

সর্বশেষ খবর