শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ডায়ানার দেহ চুরির চেষ্টা

ডায়ানার দেহ চুরির চেষ্টা

দুই দশক হতে চলল গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রিন্সেস ডায়না। সমাহিত করার পর ডায়ানার দেহ চুরি করার চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন তার ছোট ভাই চার্লস স্পেন্সার। একবার দুবার নয়, চারবার এই চেষ্টা হয়েছে। কিন্তু প্রতিবারই এ চেষ্টা ব্যর্থ হয়েছে। রেডিও ফোর-র টুডে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  স্পেন্সার আরও জানান ‘বোনকে সমাহিত করার যখন আয়োজন চলে, আমি চাইনি, সে দিন বোনের কফিনের পিছনে পিছনে হাঁটুক ভাগ্নে উইলিয়াম ও হ্যারি। আপত্তি জানিয়েছিলাম। কিন্তু বাকিংহামের কর্মকর্তারা বলেন, ডায়ানার দুই ছেলেই তাদের মায়ের কফিনের সঙ্গে হাঁটতে চেয়েছে। পরে বুঝতে পারি, আমায় মিথ্যে কথা বলে চুপ করানো হয়েছিল।’ ডায়ানাকে ১৯৯৭ সালে নর্দাম্পটনশায়ারে পারিবারিক আলথের্প এস্টেটের একটি দ্বীপে সমাহিত করা হয়। স্পেন্সার আরও জানান, আমি এসব কর্মকাণ্ড দেখে ফেলায় জড়িতদের চেষ্টা ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, আর্ল স্পেন্সারের বয়স এখন ৫৩। তবে কি উদ্দেশে ডায়ানার দেহ চুরি করার চেষ্টা হয়েছে সে বিষয়টি তিনি স্পষ্ট করতে পারেননি। বিবিসি, দ্য গার্ডিয়ান।

সর্বশেষ খবর