সোমবার, ৩১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

উত্তর কোরিয়া ইস্যুতে চীনের ওপর ‘চরম নাখোশ’ ট্রাম্প

উত্তর কোরিয়া ইস্যুতে চীনের ওপর ‘চরম নাখোশ’ ট্রাম্প

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ইস্যুতে চীনের ওপর চরম চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির অস্ত্র কর্মসূচি বন্ধে চীন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ করে এ ক্ষোভ ঝেড়েছেন তিনি। গতকাল পরপর দুটি টুইটে ট্রাম্প জানান, উত্তর কোরিয়ার ব্যাপারে চীনা সরকার কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় তিনি খুবই হতাশ। আর উত্তর কোরিয়া বিষয়ে আমেরিকাকে কোনো সাহায্যও করছে না চীন। শুধু আশ্বাস দিয়ে রাখছে। এ অবস্থা আর চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। উত্তর কোরিয়া শুক্রবার ফের একটি আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। গত এক মাসে এটা এ ধরনের দ্বিতীয় পরীক্ষা। এর এক দিন পর উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ইস্যুতে চীনকে নিয়ে ওই মন্তব্য করলেন ট্রাম্প। উত্তর কোরিয়ার তরফে সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় চীন বরাবরের মতোই সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে চীনের এ ধরনের গতানুগতিক বক্তব্য ও প্রতিক্রিয়ায় একদমই নাখোশ প্রেসিডেন্ট ট্রাম্প। এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘আমি চীনকে নিয়ে খুবই হতাশ। আমাদের অতীতের বোকা নেতারা দেশটিকে ব্যবসা করে প্রতি বছর শত শত বিলিয়ন ডলার আয়ের সুযোগ করে দিয়েছে। তা সত্ত্বেও তারা (চীন)  উত্তর কোরিয়া ইস্যুতে আমাদের জন্য কিছু করছে না।’ আরেক টুইটে ট্রাম্প লিখেন, চীন চাইলে সহজেই এ ইস্যুর সমাধান আসতে পারে। উত্তর কোরিয়ার সঙ্গে চীনের স্থলসীমান্ত রয়েছে। দেশটির সবচেয়ে ঘনিষ্ঠতম অর্থনৈতিক মিত্র এবং ব্যবসায়িক অংশীদারও চীন। উত্তর কোরিয়া ইস্যুতে চীন কিছুই করছে না দাবি করলেও দেশটি (চীন) বরাবরই জানিয়ে আসছে, কোরিয়া উপদ্বীপে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র তার যৌথ সামরিক মহড়া বন্ধ করলেই অঞ্চলটিতে বিদ্যমান পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তবে মার্কিন প্রশাসন এর প্রতি একদমই কর্ণপাত করছে না। বরং চীনের প্রতি আহ্বান জানিয়ে আসছে যে, দেশটি যাতে এ ইস্যুতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। গত এপ্রিলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের সময় দেশটির প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে উত্তর কোরিয়া ইস্যুটি স্থান পেয়েছিল। বৈঠকের পরপরই উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছিলেন, পিয়ংইয়ংয়ের লাগাম টেনে ধরতে তারা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ নিয়ে কাজ করছেন। তবে এরপর থেকে উত্তর কোরিয়া এখন পর্যন্ত দুটি আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

এদিকে উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে কোরীয় উপদ্বীপের ওপর দিয়ে শনিবার দুটি বি-ওয়ানবি বোমারু বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমান বাহিনী গতকাল এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, গোয়াম বিমান ঘাঁটি থেকে বি-ওয়ানবি বোমারু বিমান দুটি শনিবার উড্ডয়ন করে। দক্ষিণ কোরিয়া ও জাপানের যুদ্ধবিমানও এদের সঙ্গে মহড়ায় যোগ দেয়। বিবৃতিতে উত্তর কোরিয়াকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে অত্যাসন্ন হুমকি হিসেবেও বর্ণনা করা হয়েছে। বিবিসি, রয়টার্স।

সর্বশেষ খবর