বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

কনডম বাঁচাবে লাখো মায়ের জীবন!

কনডম বাঁচাবে লাখো মায়ের জীবন!

উন্নয়নশীল বিশ্বে সন্তান জন্ম দেওয়ার সময় বহু নারীর মৃত্যু ঘটে। তবে কনডমসহ মাত্র তিনটি সস্তা সরঞ্জাম ব্যবহার করেই এ মৃত্যু ঠেকানো যায়। এর নাম ইউবিটি কিট। বর্তমানে আফ্রিকাজুড়ে ধাত্রীদের ইউবিটি কিট ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরীক্ষায় দেখা গেছে, এ কিট দিয়ে চিকিৎসায় সফলতার হার ৯৭ শতাংশ। এ কিট লাখ লাখ মায়ের জীবন বাঁচাতে পারে। আফ্রিকার কেনিয়ার প্রত্যন্ত অঞ্চলে এক ধাত্রী অ্যানি মুলিঞ্জ বলেন, ‘এ পদ্ধতি ব্যবহার করে আমরা এ পর্যন্ত তিনজনের জীবন বাঁচিয়েছি। সন্তান জন্মদানের সময় কোনো নারীর যখন অতিরিক্ত রক্তক্ষরণ হয়, তখন আমরা এটা ব্যবহারের পরই রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়।’ বিশ্বে প্রতি ২ মিনিটে গর্ভাবস্থায় ও সন্তান জন্মদানের সময় একজন মায়ের মৃত্যু ঘটে। এর সবচেয়ে বড় কারণ হলো প্রচণ্ড রক্তক্ষরণ। আর এর সমাধানে কার্যকর হচ্ছে ইউবিটি কিট। এতে রয়েছে একটি কনডম, একটি ক্যাথেটার ও একটি সিরিঞ্জ, যার দাম ৫ ডলারেরও (৪০০ টাকা) কম। এটিতে কাজ হয়। এদিকে চিকিৎসা কেন্দ্রে তীব্র রক্তক্ষরণে আক্রান্ত নারীর চিকিৎসায় ৪০০ ডলারেরও বেশি খরচ করতে হয়। উন্নয়নশীল দেশগুলোর অনেক স্বাস্থ্য কেন্দ্রের জন্যই এ খরচ অনেক বেশি। বিবিসি।

সর্বশেষ খবর