সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিল জাতিসংঘ

ভেটো দেয়নি চীন

আমেরিকার মূল ভূখণ্ডের যে কোনো স্থানে ক্ষেপণাস্ত্র ফেলার ক্ষমতা আছে বলে সপ্তাহ খানেক আগে হুমকি দিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সেই হুমকির জের না কাটতেই নতুন করে দেশটির ওপর বাণিজ্য সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। কয়লা, লোহা, সীসা, সি-ফুড রপ্তানির উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়। নগদ অর্থ আয়ের যে অল্প কিছু উপায় উত্তর কোরিয়ার রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কয়লা এবং অন্যান্য কাঁচামাল রপ্তানি। নতুন নিষেধাজ্ঞার ফলে প্রায় এক বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গত মাসে দুটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ওই পরীক্ষার পর যৌথ ক্ষেপণাস্ত্রের মহড়া দেয় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব এবার একবারেই পাস হয়েছে কারণ চীন ও রাশিয়া তাতে কোনো বাধা দেয়নি। এর আগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যে কোনো প্রস্তাবে বরাবরই ‘ভেটো’ দিয়েছে দেশ দুটি। নতুন নিষেধাজ্ঞা প্রসঙ্গে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি জানান, এই পদক্ষেপ ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের জন্য পিয়ংইয়ংয়ের উপর চাপ তৈরি করবে। পাশাপাশি চীনের রাষ্ট্রদূত লিউ জিয়েয়ি উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা কমিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর