সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ফ্রান্সে আইএস জঙ্গি হামলার আশঙ্কা

ইরাক ও সিরিয়ায় আইএসের হয়ে লড়াই করে সম্প্রতি ২৭১ জন ফরাসি নাগরিক দেশে ফিরেছে। এর মধ্যে কয়েকজনকে আটক করা হলেও বাকিদের খুঁজছে নিরাপত্তা বাহিনী। এ অবস্থায় ফ্রান্সে জঙ্গি হামলার আশঙ্কা করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলম। ফরাসি দৈনিক ‘লা জার্নাল ডু দিমশ’কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। গত কয়েক বছরে আনুমানিক ৭০০’র মতো ফরাসি নাগরিক আইএসের হয়ে লড়াই করতে মধ্যপ্রাচ্যে গেছে বলেও জানান জেরার্ড। তিনি আরও জানান, চলতি বছর এখন পর্যন্ত অন্তত সাতটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারি থেকে ফ্রান্সে উচ্চ সতর্কতা জারি করা আছে। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর