বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

এবার দলীয় প্রধানের পদ খোয়াচ্ছেন নওয়াজ!

এবার দলীয় প্রধানের পদ খোয়াচ্ছেন নওয়াজ!

প্রধানমন্ত্রীর পদের পর এবার দলীয় প্রধানের পদও হারাতে হচ্ছে নওয়াজ শরিফকে। পাকিস্তানের নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-এনের প্রধানের পদ থেকে নওয়াজকে সরিয়ে দেওয়ার জন্য গতকাল ওই নির্দেশনা জারি করে। এতে বলা হয়েছে, পাকিস্তানের রাজনৈতিক দলবিধি-২০০২ অনুযায়ী অযোগ্য ঘোষিত ব্যক্তি কোনো রাজনৈতিক দলের প্রধানের দায়িত্ব পালন করতে পারেন না। পানামা পেপারস নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশও এতে তুলে ধরা হয়েছে। এতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর জন্য নওয়াজের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, পিএমএল-এনের গঠনতন্ত্রের ১৫ বিধিও তুলে ধরেছে নির্বাচন কমিশন। দলীয় সভাপতির পদ খালি হলে সাত দিনের মধ্যে তা পূরণ করার কথা এ বিধিতে বলা হয়েছে। দলটিকে নতুন প্রধান নির্ধারণ করে তা নির্বাচন কমিশনকে জানাতে বলা হয়েছে। এ নির্দেশ পাওয়ার পর অর্থমন্ত্রী ইশাক দার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিশারসহ পিএমএল-এনের প্রবীণ নেতারা বৈঠকে বসেন। রাজধানী ইসলামাবাদ থেকে নিজ শহর লাহোরে যাওয়ার একদিন আগে এ নির্দেশ দিল ইসিপি।

প্রার্থী স্ত্রী কুলসুম নাকি মেয়ে মরিয়ম : নওয়াজ শরিফের জাতীয় পরিষদের আসন ছিল ১২০ নম্বর। এটি লাহোর-৩ আসন হিসেবে পরিচিত। ২৮ জুলাই অযোগ্য ঘোষণা হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী পদ ও এমপির পদ থেকে পদত্যাগ করলে ওই আসনটি শূন্য হয়ে যায়। এ আসনটিতে উপনির্বাচন আগামী ১৭ সেপ্টেম্বর। সেই উপনির্বাচনে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) কে মনোনয়ন পাচ্ছেন তা এখন নির্ধারণ করবেন নওয়াজ নিজে। তার পদত্যাগ করার পর জানা গিয়েছিল এ আসনে তার ভাই শাহবাজ শরিফ প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এ আসনে নির্বাচিত হয়ে তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। শাহবাজ শরিফ বর্তমানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। এখন শোনা যাচ্ছে শাহবাজ শরিফ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তাহলে কে পাচ্ছেন ওই আসনের মনোনয়ন? দলীয় নীতিনির্ধারকরা এখন এই আসন থেকে নওয়াজের স্ত্রী কুলসুম নওয়াজ ও মেয়ে মরিয়ম নেওয়াজকে চিন্তাভাবনা করছেন। সোমবার দলের এক কর্মকর্তা বলেছেন, দলের ভিতরে আলোচনায় যাদের নাম এসেছে তার মধ্যে প্রথম অবস্থানে আছেন কুলসুম নওয়াজ। দ্বিতীয় অবস্থানে আছেন মরিয়ম। তবে কাকে এ আসনে মনোনয়ন দেওয়া হবে তা নির্ভর করছে নওয়াজের ওপর। এ জন্য দল তাকে অবাধ স্বাধীনতা দিয়েছে। আর এই আসনে শাহবাজকে প্রার্থী না করার পেছনে দলের সিনিয়র নেতাদের যুক্তি, পাঞ্জাব হলো নওয়াজ পরিবারের রাজনীতির ঘাঁটি। সেখান থেকে যদি শাহবাজ শরিফকে সরিয়ে কেন্দ্রে নিয়ে আসা হয়, বানানো হয় প্রধানমন্ত্রী, তাহলে পাঞ্জাবে পারিবারিক রাজনীতিতে ভাটা পড়তে পারে। তবে দলের নীতিনির্ধারকরা জানিয়েছেন কুলসুম নাকি মরিয়ম কে প্রার্থী হচ্ছেন তা দুয়েকদিনের মধ্যে নির্ধারণ করা হবে। ডন ।

সর্বশেষ খবর