বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

‘ট্রাম্পের বেশির ভাগ বিবৃতি মিথ্যা-বিভ্রান্তিকর’

‘ট্রাম্পের বেশির ভাগ বিবৃতি মিথ্যা-বিভ্রান্তিকর’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর সবচেয়ে বেশি যে কাজটি করেছেন তা হলো ট্যুইট করা। আর এসব টুইট ও বিবৃতির বেশিরভাগ বিবৃতি মিথ্যা এবং বিভ্রান্তিকর। তথ্য যাচাই সংক্রান্ত ওয়েবসাইট পলিটিফ্যাক্ট এবং বিশ্লেষকদের মতে, মার্কিন রাজনৈতিক মিথ্যাচারকে পুরোপুরি নতুন একটি পর্যায়ে নিয়ে গেছেন তিনি। মিথ্যাচার এবং অতিশয়োক্তি দীর্ঘদিন ধরেই আমেরিকার রাজনীতির অংশ হয়ে উঠেছে। তবে ট্রাম্পের মিথ্যাচার এবং অতিশয়োক্তি মাত্রাতিরিক্ত হয়েছে এবং পূর্বসূরিদের থেকে তাকে পুরোপুরি পৃথক করে ফেলেছে বলে ধারণা করেছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষকরা। নিউইয়র্ক টাইমসের সাংবাদিক শেরলি স্টোলবার্গ মনে করেন, কার্যত দৈনিক ভিত্তিতে অতিশয়োক্তি, বিকৃত তথ্য পরিবেশন এবং মিথ্যাচার করে চলেছেন ট্রাম্প। পোলিটিফ্যাক্ট বলেছে, ট্রাম্পের বিবৃতির মাত্র ৫ শতাংশ সত্য এবং ২৬ শতাংশ আংশিক বা বেশির ভাগ সত্য। এ ছাড়া,  ট্রাম্পের বিবৃতির ৬৯ শতাংশই বেশির ভাগ অসত্য, পুরোপুরি অসত্য আর না হয় পুরোই মিথ্যা। পারস্ টুডে।

সর্বশেষ খবর