শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

কাতারি হজযাত্রীদের সৌদি প্রবেশের অনুমতি

কাতারের হজযাত্রীদের বিমান ও সড়কপথে সৌদি আরবে প্রবেশের অনুমতি দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সৌদি বাদশাহ বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেন বলে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে। আদেশের ফলে কাতারের হজযাত্রীরা সৌদির সালওয়া সীমান্ত দিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবেন। এ ছাড়া কাতারের শেখ আবদুল্লাহর সুপারিশে হজযাত্রীদের ইলেকট্রনিক পাসপোর্ট ছাড়াই হজ করার অনুমতি দিয়েছেন সৌদি বাদশাহ। এদিকে, বাদশাহ সালমানের হজ ও ওমরা কর্মসূচির আওতায় কাতারের হজযাত্রীদের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল আহসা আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কোনো ধরনের ফি ছাড়াই যাতায়াতের সুযোগ দেওয়া হবে। এ ছাড়া হজযাত্রীদের দোহা থেকে সরাসরি জেদ্দায় নিয়ে আসার জন্য সৌদি এয়ারলাইন্সের বিমান পরিবহনকে নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ। এক্ষেত্রে হাজীদের সব খরচও সৌদি বাদশা নিজে বহন করবেন। উল্লেখ্য, সৌদি আরব, বাহরাইন, মিসর ও সংযুক্ত আরব আমিরাত গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। বিদ্যমান এ অবস্থায় কাতারের হজযাত্রীদের সৌদি প্রবেশের অনুমতি মিলল।

সর্বশেষ খবর