শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

অক্সফোর্ডে পড়াশোনা করবেন মালালা

অক্সফোর্ডে পড়াশোনা করবেন মালালা

শান্তিতে নোবেল পুরস্কার জয়ী পাকিস্তানের নারী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই ব্রিটেনের বিশ্বখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেলেন। বিশ্ববিদ্যালয়টিতে তিনি দর্শন, রাজনীতি ও অর্থনীতি এ তিনটি বিষয়ে পড়াশোনা করবেন। বার্মিংহামে বসবাসকারী মালালা গতকাল এক টুইট বার্তায় একথা নিশ্চিত করেছেন। গত মার্চেই মালালা জানিয়েছিলেন, এ-লেভেল পরীক্ষায় তিনটি বিষয়ে ‘এ-গ্রেড’ পাওয়ার শর্তে ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয় তাকে উচ্চশিক্ষা গ্রহণের প্রস্তাব দিয়েছে। গতকাল এ-লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সহজেই ওই শর্ত উতরে গেছেন ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী এ তরুণী। ২০১২ সালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তালেবানের হামলার শিকার হন ১৯ বছর বয়সী মালালা। পরে ব্রিটেনে উন্নততর চিকিৎসার বদৌলতে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি। এ ঘটনার পরপরই বিশ্বে লাইমলাইটে চলে আসেন তিনি। বিবিসি।

সর্বশেষ খবর