শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পূর্বাঞ্চলীয় এয়ার কমান্ড আরও শক্তিশালী করল ভারত

দোকলামে অচলাবস্থা

ভারত তার পূর্বাঞ্চলীয় পানাগড়ের এয়ারফোর্স স্টেশন ‘অর্জন সিং’এ গত জুলাইয়ের শেষ দিকে ছয়টি কৌশলগত সি-১৩০ জে সুপার হারকিউলিস বিমান মোতায়েন করেছে। এতে কলকাতা থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই এয়ারফোর্স স্টেশনটি সম্পূর্ণরূপে ব্যবহারের উপযোগী হয়। স্টেশনটি পুরোপুরি সক্রিয় করার মাধ্যমে ভারত আসলে তার পূর্বাঞ্চলীয় এয়ার কমান্ডের (ইএসি) বিমানবহর আরও শক্তিশালী করল। সিকিম সেক্টরে হিমালয়ের চূড়ায় অবস্থিত দোকলাম নামে একটি বিতর্কিত সীমান্ত এলাকা নিয়ে গত জুনের মাঝামাঝি থেকেই প্রতিবেশি চীন ও ভারতের মধ্যে অচলাবস্থা ও উত্তেজনা চলছে। এ অচলাবস্থার শুরুর একমাসের মাথায় ভারতের পানাগড় বিমান ঘাঁটি পুরোপুরি ব্যবহার উপযোগী করার ঘটনা ঘটল। আর এ কাজটি দেশটি করল একদমই চুপিসারে। যুক্তরাষ্ট্রের অস্ত্র কোম্পানি লকহিড মার্টিনের তৈরি সি-১৩০ জে সুপার হারকিউলিস চার ইঞ্জিনবিশিষ্ট একটি পরিবহন বিমান। এটিকে কেবল পরিবহন বিমান বললে ভুল হবে কারণ এটি ছোট রানওয়েতেও সেনা এবং যুদ্ধ সরঞ্জাম নিয়ে অল্প সময়ের নোটিসে শত্রু ভূখণ্ডে দক্ষতার সঙ্গে অবতরণ করতে পারে। ফলে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় চীনের সঙ্গে ভারতের সীমান্তরেখা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলসংলগ্ন রানওয়েতে এটি সংঘাতকালীন যথাযথ দক্ষতার  সঙ্গে ভূমিকা পালন করতে পারবে। টাইমস অব ইন্ডিয়া।

 

সর্বশেষ খবর