শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
মোদি-দেউবার বৈঠক

ভারত ও নেপালের মধ্যে আটটি চুক্তি স্বাক্ষরিত

ওষুধ পাচার মোকাবিলায় সহযোগিতা বাড়ানোসহ ভারত ও নেপালের মধ্যে আটটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে সেখানে দেশটি সফররত নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। তাদের মধ্যকার বৈঠকে কৌশলগত, দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু স্থান পায়। চারদিনের রাষ্ট্রীয় সফরে বুধবার ভারতে আসেন শের বাহাদুর দেউবা। গত জুনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম বিদেশ সফর। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে মোদি বলেন, ‘আমাদের (দেশ দুটি) দ্বিপক্ষীয় অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। পিটিআই।

সর্বশেষ খবর