রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

তিন তালাক রদ হওয়ার পর বাদীকে বয়কট

কলকাতা প্রতিনিধি

ভারতের সুপ্রিম কোর্টের রায়ে তিন তালাক প্রথা রদ হওয়ার পর ওই মামলায় আবেদনকারী ইশরাত জাহান কার্যত সামাজিক বয়কটের মুখে পড়েছেন। ওই প্রথার বিলোপ চেয়ে আদালতটিতে মামলা করেছিলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা ইশরাত জাহান। ২০০০ সালে বিহারে বিয়ে করেন ইশরাত। প্রথম তিনটি সন্তানই মেয়ে হলে এ নিয়ে স্বামীর সঙ্গে তার বিরোধ হয়। পরে তাদের একটি পুত্রসন্তান হয়। ২০১৫ সালে কর্মসূত্রে দুবাই চলে যান তার স্বামী মুর্তাজা। সেখান থেকেই ফোনে স্বামী তাকে তিন তালাক দেন । ২০১৬ সালে স্বামীর তিন তালাকের প্রতিবাদ করে আদালতে মামলা করেন ইশরাত।

সর্বশেষ খবর