বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সৌদি আরবে গৃহকর্মী নিয়োগে নতুন শর্ত

সৌদি আরবের বিরুদ্ধে গৃহকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ বেশ পুরনো। শুধু তাই নয়, বেতন না দেওয়ারও অভিযোগ আছে। বিভিন্ন দেশ থেকে এই গৃহকর্মীদের নেয় দেশটি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদেশি গৃহকর্মী নিয়োগে নতুন শর্ত আরোপ করেছে সৌদি আরব সরকার।

নতুন শর্তের মধ্যে আছে কোনো বিবাহিত সৌদি নাগরিক গৃহকর্মী বা গাড়িচালক নিয়োগ দিতে চাইলে তার ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ৩৫ হাজার সৌদি রিয়াল থাকতে হবে। আর দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাস করা অন্য কোনো দেশের নাগরিক নিয়োগ দিলে তার মাসিক বেতন হতে হবে অন্তত ১০ হাজার রিয়াল। যেসব কাজের জন্য কর্মী নিয়োগের আবেদন করা যাবে এর মধ্যে রয়েছে নারী ও পুরুষ গৃহকর্মী, ব্যক্তিগত গাড়িচালক, শিশু পরিচর্যাকারী, পুরুষ ও নারী রাঁধুনি এবং পুরুষ ও নারী সেবিকা। সৌদি গেজেটের তথ্য অনুযায়ী, বর্তমানে ১৩ লাখ বাংলাদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় কাজ করছেন, যার মধ্যে ৬০ হাজার নারী কাজ করছেন গৃহকর্মী হিসেবে।

সর্বশেষ খবর