বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

এবার যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ইরমা

এবার যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ইরমা।  চার মাত্রার ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ইরমা সোমবার বিকালে আটলান্টিক মহাসাগরের পশ্চিমে যাত্রা শুরু করেছে। এরই মধ্যে ঘূর্ণিঝড় ইরমার কারণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও পুয়ের্তো রিকোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় ইরমা ঠিক কোন পথ দিয়ে অগ্রসর হবে তা এখনো জানা যায়নি। তবে এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে আঘাত হানার আশঙ্কা রয়েছে। আর এ কারণেই ফ্লোরিডা গভর্নর রিক স্কট রাজ্যের ৬৭টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, সোমবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি কথা বলেছেন। ট্রাম্প তাকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। স্থানীয় সময় সোমবার রাত ১১টায় পাওয়া হিসাব অনুযায়ী, লিউয়ার্ড দ্বীপ থেকে ৬৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে ইরমা। ঘূর্ণিঝড় কেন্দ্রে ঘণ্টায় ২২০ কিলোমিটার গতি নিয়ে এটি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আজ ভোরে এটি আঙ্গুইলা দ্বীপে আঘাত হানতে পারে বলে জানিয়েছে জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র। প্রসঙ্গত, গত সপ্তাহে টেক্সাসের হিউস্টনে আঘাত  হেনেছিল ঘূর্ণিঝড় হার্ভি। বিবিসি।

সর্বশেষ খবর