বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
অ ন্য খ ব র

বিখ্যাত ডিজে গান্ধীর প্রপৌত্রী

বিখ্যাত ডিজে গান্ধীর প্রপৌত্রী

ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর প্রপৌত্রী (নাতির মেয়ে) মেধা এখন আমেরিকার বিখ্যাত ডিজে। মহাত্মা গান্ধীর চার ছেলে। এদের মধ্যে হরিলালের ছেলে কান্তিলালের মেয়ে মেধা। মহাত্মা গান্ধীর প্রপৌত্রী বলেই শুধু নয়, মেধা তার উদ্দাম জীবন এবং পেশার জন্যও যথেষ্ট জনপ্রিয়। মেধা গান্ধীর জন্ম এবং বেড়ে ওঠা আমেরিকাতেই। ১৯৪৮ সালে আমেরিকায় চলে এসেছিলেন মেধার বাবা কান্তিলাল। মেধা এখন মার্কিন নাগরিক। ভারতে  মেধাদের যাতায়াত থাকলেও সেভাবে কখনো মিডিয়ার সামনেই আসেননি মেধা। নিজের জীবন এবং পেশা নিয়েই থাকতে ভালোবাসেন তিনি। বোস্টনের একটি এফএম চ্যানেলের ডিজে মেধা। ‘কিস ১০৮’ নামে একটি রেডিওর এক্সিকিউটিভ প্রডিউসার তিনি। ‘ম্যাটি ইন দ্য মর্নিং শো’ নামে একটি অনুষ্ঠানের সঞ্চালনাও করেন। এর আগে ১০৬.৭ দ্য বিট নামে অন্য একটি  রেডিও স্টেশনে কাজ করতেন মেধা। মাত্র ২৮ বছর বয়সেই বোস্টনে একজন রেডিও পার্সোন্যালিটি এবং  সেলিব্রিটির তকমা পেয়ে যান মেধা। ১৯৮৮ সালে তার জন্ম। ২০০৭ সালে ওহিয়ো ইউনিভার্সিটি থেকে স্নাতক হওয়ার ডিগ্রিও লাভ করেছেন তিনি। প্যারোডি প্রডিউসারের কাজও করে থাকেন গান্ধীর এই প্রপৌত্রী। গানও গাইতে পারেন মেধা। গায়িকা হিসাবেও তিনি বহুবার বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন। এ ছাড়া  সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ‘হট সেলিব্রিটি’ মেধা।

সর্বশেষ খবর