বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সংক্ষেপে

আন্দামানে ভূমিকম্প

ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে গতকাল  সকালে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সিনহুয়া এ কথা জানায়। ভারতের ভূতাত্ত্বিক বিভাগ জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ১০ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৩ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের মিলনস্থলে আন্দামান দ্বীপপুঞ্জ অবস্থিত। এএফপি।

 

পাকিস্তানে সংঘর্ষে নিহত ৮

পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে তিনটি পৃথক সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর চার সদস্যসহ অন্তত আটজন নিহত হয়েছে। মঙ্গলবার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি এ কথা জানায়। বেলুচিস্তান প্রদেশের পাঁজগুর জেলায় সীমান্তরক্ষী বাহিনীর একটি বহরের ওপর জঙ্গিদের অতর্কিত হামলায় এক লে. কর্নেলসহ চারজন নিহত ও তিনজন আহত হয়। নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, কেউ হামলার দায় স্বীকার করেনি। পৃথক আরেকটি ঘটনায় দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন চার পাকিস্তানি তালেবান জঙ্গি নিহত হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর