বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ইরমা

ঘণ্টায় ১৮৫ মাইল বাতাসের গতিবেগ নিয়ে যুক্তরাষ্ট্রের বারবুডা দ্বীপে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইরমা। স্থানীয় সময় মঙ্গলবার রাত ২টার দিকে এটি আঘাত হানে। পরে এটি সেন্টমার্টিন ও অ্যাগুইলা দ্বীপে আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঘূর্ণিঝড়টির চোখ স্থানীয় সময় ভোর ৫টার দিকে বারবুডা থেকে সেন্টমার্টিন দ্বীপের দিকে মোড় নেয়। ক্যাটাগরি-৫-এর ঘূর্ণিঝড়টি এখন তীব্র গতি নিয়ে পুয়ের্তে রিকো, ভার্জিন আইল্যান্ড, ডমিনিকান রিপাবলিক ও হাইতির যৌথ অঞ্চল হিসপানিওলা এবং কিউবার দিকে অগ্রসর হচ্ছে। ক্যারিবীয় অঞ্চলের বাসিন্দারা বন্যা হতে পারে এমন এলাকা থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন। ওইসব এলাকার বাসিন্দারা সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় বাড়িতে পানি, খাদ্য ও জ্বালানি মজুদ করে রেখেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ফ্লোরিডা, পুয়ের্তে রিকো ও ভার্জিন আইল্যান্ডে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সিএনএন জানিয়েছে, দুই হাজার লোকের বসবাস বারবুডা দ্বীপের আয়তন থেকেও ইরমার চোখ অনেক বড়। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ইরমা এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে। ক্যাটাগরি-৫-এর ঘূর্ণিঝড়ের বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৯৫ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে বলে জানিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার। ভার্জিন আইল্যান্ডের গভর্নর কেনেথ ম্যাপ বলেছেন, ‘এটা বাইরে বের হওয়ার এবং হারিকেনের সঙ্গে আনন্দ চেষ্টার কোনো সুযোগ নয়।’

সর্বশেষ খবর