শিরোনাম
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
ইউরোপীয় আদালতের রায়

শরণার্থী গ্রহণের নির্দেশ

ইউরোপীয় সর্বোচ্চ আদালত শরণার্থীদের গ্রহণ করার জন্য হাঙ্গেরি ও স্লোভাকিয়াকে নির্দেশ দিয়েছে। ২০১৫ সালে ইউরোপ অভিমুখে শরণার্থীদের ঢল নামলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা ইতালি ও গ্রিস থেকে শরণার্থীদের চাপ কমানোর লক্ষ্যে দেশভিত্তিক শরণার্থী বণ্টনের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। ২০১৫ সালে বিভিন্ন যুদ্ধপীড়িত দেশ থেকে আসা শরণার্থীদের আপাত পুনর্বাসনে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো সংখ্যাধিক্য ভোটে এই প্রস্তাব গ্রহণ করছিল। এই প্রস্তাব না  মেনে হাঙ্গেরি ও স্লোভাকিয়া উল্টো লুক্সেমবার্গে অবস্থিত ইউরোপীয় সর্বোচ্চ আদালতে শরণার্থীদের গ্রহণ না করতে মামলা করে। মঙ্গলবার হাঙ্গেরি ও স্লোভাকিয়ার করা মামলা প্রত্যাখ্যান করে ইউরোপীয় আদালতের বিচারক বলেছেন, ২০১৫ সালে ইতালি ও গ্রিসে শরণার্থীদের চাপ হ্রাস করার লক্ষ্যে ১ লাখ ২০ হাজার শরণার্থীকে অন্যান্য ইউরোপীয় দেশে বণ্টনের যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। সেই সিদ্ধান্তে হাঙ্গেরিকে মাত্র ১ হাজার ২৯৪ জন ও স্লোভাকিয়ার ৯০২ জন শরণার্থী নেওয়ার কথা ছিল। পরবর্তী সময় হাঙ্গেরি,  স্লোভাকিয়া, রোমানিয়া ও চেকপ্রজাতন্ত্র প্রস্তাব মতো শরণার্থী গ্রহণ করতে টালবাহানা শুরু করে। শরণার্থী বণ্টন বিষয়ে ইউরোপীয় সর্বোচ্চ আদালতের রায়ের পরও যদি দেশগুলো শরণার্থী গ্রহণ না করে, তবে সদস্য দেশগুলোর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায়, বিষয়টি ইউরোপীয় কমিশন ব্রাসেলসে খতিয়ে দেখছে। গতকাল  লুক্সেমবার্গ আদালতে এই রায় হওয়ার পর হাঙ্গেরি সরকারের পররাষ্ট্রমন্ত্রী  পেটার সেজাট্রো এই রায়কে  দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত এবং এতে করে ইউরোপের আইন ও মূল্যবোধের ক্ষতি হবে বলে জানিয়েছেন। বিবিসি।

সর্বশেষ খবর