সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ইরমার আঘাতে তছনছ ফ্লোরিডা

ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানার পর বিধ্বংসী ঘূর্ণিঝড় ইরমা গতকাল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলে আচড়ে পড়েছে। ঘণ্টায় ১৯০ মাইল গতিবেগের ইরমার ছোবল থেকে রক্ষা পেতে ইতিমধ্যে রাজ্যের ৬৩ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের বেশির ভাগ এলাকা তছনছ হয়ে গেছে। বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। রাস্তাঘাট পানির নিচে চলে গেছে। সবচেয়ে বেশি হুমকির মুখে রয়েছে ফ্লোরিডার ‘কি’ নামে পরিচিত ছোট দ্বীপগুলো। একই সঙ্গে টাম্পা বেসহ উপকূলবর্তী এলাকাও যথেষ্ট ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে হারিকেন সেন্টার। ঝুঁকিতে রয়েছে টাম্পা ও সেন্ট পিটার্সবার্গ শহরও। ফ্লোরিডার গভর্নর রিক স্কট জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব এলাকায় প্রচণ্ড ঝড় হচ্ছে। বাড়িঘর ডুবিয়ে দেওয়ার মতো জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। গভর্নর স্কট আরও জানিয়েছেন, ইরমার তাণ্ডব শুরু হয়ে গেলে আর উদ্ধারকারী দল পাঠানো যাবে না, তাই যত দ্রুত সম্ভব নিরাপদ জায়গায় চলে যেতে বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে। আমেরিকার রাষ্ট্রীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার পরিচালক ব্রক লং বলেন, ‘বিপজ্জনক হিসেবে চিহ্নিত এলাকাগুলো থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। এএফপি, বিবিসি

সর্বশেষ খবর