সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সাড়ে তিন হাজার বছর আগের মমির সন্ধান

সাড়ে তিন হাজার বছর আগের মমির সন্ধান

মিসরের প্রত্নতত্ত্ববিদরা নীল নদের তীরবর্তী শহর লুক্সোরের কাছে একটি প্রাচীন সমাধিতে তিনটি মমির সন্ধান পেয়েছেন। বলা হচ্ছে, মমি তিনটি একজন নারী ও তার দুই সন্তানের। দেশটির রাজধানী কায়রো থেকে ৪০০ মাইল দক্ষিণে লুক্সোরে রাজকীয় স্বর্ণকার আমেনেমহাতের সমাধি থেকে মমি তিনটি পাওয়া যায়। এককালে মিসরীয়দের কাছে বেশ ক্ষমতাশালী দেবতা বলে পরিচিত ছিলেন আমুন। সেই আমুনের স্বর্ণকার ছিলেন আমেনেমহাত। গণমাধ্যমে বলা হয়েছে, মমিগুলো সাড়ে তিন হাজার বছর আগের। মমিগুলো আমেনেমহাত ও তার স্ত্রীর মমির কাছেই অন্য কবরে পাওয়া যায়। তবে আমেনেমহাতের সঙ্গে এই তিনজনের  কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিবিসি।

সর্বশেষ খবর