বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

জাতিসংঘে কূটনৈতিক সংকট তুলে ধরলেন কাতারের আমির

জাতিসংঘে কূটনৈতিক সংকট তুলে ধরলেন কাতারের আমির

জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে চলমান কূটনৈতিক সংকট তুলে ধরেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। গতকাল সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে অবরোধ আরোপকারী চারটি দেশকে সন্ত্রাসবাদের মতো আচরণে অভিযুক্ত করেছেন। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পার্শ্ব বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তিনি। অধিবেশনে দেওয়া ভাষণে কাতারের আমির সৌদি আরবের নেতৃত্বে অবরোধকে ‘অন্যায্য’ আখ্যায়িত করেন। তিনি এ আচরণকে প্রতিবেশী দেশের ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবেও উল্লেখ করেন। তিনি বলেন, এ অবরোধ কাতারের মাথা নোয়াতে পারেনি। তিনি এ সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন। ২২ মিনিটের ভাষণে শেখ তামিম উল্লেখ করেন, এ অবরোধ ছিল কাতারের ওপর খাবার, ওষুধ ও সম্পর্কে জটিলতা তৈরি করে রাজনৈতিক দিক পরিবর্তন করে একটি সার্বভৌম রাষ্ট্রে অস্থিতিশীলতা তৈরি করা। অধিবেশনে উপস্থিত বিশ্বনেতাদের উদ্দেশে কাতারের আমির প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, এটা কি সন্ত্রাসবাদের একটি সংজ্ঞা নয়? প্রসঙ্গত, ৫ জুন সন্ত্রাসবাদে অর্থায়ন ও সহযোগিতার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে অর্থনৈতিক অবরোধ আরোপ করে প্রতিবেশী সৌদি আরব, বাহরাইন, মিসর ও সংযুক্ত আরব আমিরাত। আল জাজিরা।

সর্বশেষ খবর