বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ইরানকে ছাড়া সিরীয় সংকটের সমাধান হতে পারে না : ফ্রান্স

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইরানকে ছাড়া সিরিয়ার ছয় বছরের পুরনো সংকটের কোনো কার্যকর সমাধান হতে পারে না। সিরীয় শান্তি প্রক্রিয়ায় ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইরান আলোচনার টেবিলে থাকা সত্ত্বেও যদি এ সংকটের সমাধান করা না হয় তা হলে এ সমস্যার কার্যকর সমাধান হবে না। ইরানের ওই অঞ্চলের ওপর বড় ধরনের প্রভাব আছে বলেও স্বীকার করেন তিনি। সিরিয়ার বিষয়ে জাতিসংঘ নেতৃত্বাধীন শান্তি আলোচনা শুরুর জন্য এ সময়ে একটি কন্টাক্ট গ্রুপ তৈরির বিষয়ে প্যারিসের প্রচেষ্টার কথাও তুলে ধরেন ম্যাক্রোঁ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিরোধিতার প্রেক্ষাপটে বলতে চাই, কন্টাক্ট গ্রুপ এগিয়ে যাক এবং জাতিসংঘ ও ফ্রান্স ইরানের সঙ্গে মধ্যস্থতায় ভূমিকা পালন করবে।

সর্বশেষ খবর