বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রাখাইন থেকে পালিয়ে আসা হিন্দুরা ভারতে আশ্রয় চায়

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর নিপীড়নের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসা কয়েক শতাধিক হিন্দু ভারতে আশ্রয় চাইছে। এ বিষয়ে তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামনা করেছে। গতকাল বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ২৪ আগস্ট রাখাইনে পুলিশ ও সেনা চৌকিতে বিদ্রোহীদের হামলার জের ধরে রোহিঙ্গা নিধন অভিযানে নামে মিয়ানমার সেনাবাহিনী। জাতিসংঘের হিসাবে সেনাদের দমন-পীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে এসেছে ৪ লাখ ২১ হাজার রোহিঙ্গা মুসলমান। সেনা অভিযানের মুখে এ সময় মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশের টেকনাফে এসে আশ্রয় নিয়েছে প্রায় ৫০০ হিন্দু।

সর্বশেষ খবর