শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নতুন মাত্রার হুমকি : আইএইএ

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নতুন মাত্রার হুমকি : আইএইএ

ইউকিয়া আমানো

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিকে বিশ্বের জন্য নতুন মাত্রার হুমকি বলে আখ্যায়িত করেছে ইন্টারন্যাশনাল এটোমিক এনার্জি কমিশিন-আইএইএ। দেশটির পরমাণু কর্মসূচির দ্রুত অগ্রগতিতে উদ্বেগ প্রকাশ করে এ সতর্কবার্তা দিয়েছেন সংস্থাটির প্রধান ইউকিয়া আমানো। সিউলে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কাং কুং ওয়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন আইএইএ পরিচালক আমানো। উত্তর কোরিয়া গত ৩ সেপ্টেম্বর হাইড্রোজেন বোমা ব্যবহার করে এ যাবৎ তার সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির ষষ্ঠ এ পরমাণু অস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল দেশটির উপর নতুন করে অবরোধ আরোপ করে। অবরোধ সত্ত্বেও কিম জং উন সরকার তার পরমাণু তৈরি কর্মসূচি থেকে না সরে বরং তা আরও জোরদার করেছে। জাতিসংঘের অবরোধ আরোপের চারদিন বাদেই দেশটি গত ১৫ সেপ্টেম্বর জাপানের হোক্কাইডো দ্বীপের উপর দিয়ে প্রশান্ত মহাসাগরে একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। অবরোধ ও কঠোর হুশিয়ারি সত্ত্বেও দেশটির এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়তে থাকে। এ অবস্থায় জাতিসংঘে গত ১৯ সেপ্টেম্বর দেওয়া প্রথম ভাষণে ট্রাম্প উত্তর কোরিয়াকে সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে দেওয়ার হুশিয়ারি দেন। মার্কিন প্রেসিডেন্টের এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যকার বাকযুদ্ধ চরমে পৌঁছেছে। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ইস্যুতে উদ্বেগও বেড়েছে।

উত্তর কোরিয়ার ষষ্ঠ পরমাণু অস্ত্র পরীক্ষা এতটাই শক্তিশালী ছিল যে এর পরিপ্রেক্ষিতে ৫.৬ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। দেশটির ষষ্ঠ পরমাণু অস্ত্রের মাত্রার প্রসঙ্গ তুলে আইএইএ’র প্রধান আমানো বলেন, ‘এই পরীক্ষার ঘটনায় যে ভূতাত্ত্বিক তত্পরতা শনাক্ত করা হয়েছে তা দেশটির পূর্ববর্তী সব পরীক্ষার চেয়ে অধিকতর বড়। আর এর অর্থ দাঁড়ায় দেশটি তার পরমাণু কর্মসূচিতে দ্রুত অগ্রগতি অর্জন করছে।’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘অন্যান্য উপকরণের সঙ্গে মিলে এটি হচ্ছে নতুন ও বৈশ্বিক হুমকি।’ জাতিসংঘের আলোকে উত্তর কোরীয় সংকটের সমাধানের উপরও গুরুত্বারোপ করেছেন আইএইএ প্রধান। আর এক্ষেত্রে তার সংস্থা ভূমিকা রাখতে আগ্রহী বলেও জানিয়েছেন তিনি। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর