শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ব্রেক্সিটের পরও ইউরোপকে সুরক্ষা দিয়ে যাবে যুক্তরাজ্য

ব্রেক্সিটের পরও ইউরোপকে সুরক্ষা দিয়ে যাবে যুক্তরাজ্য

তেরেসা মে

আর কয়েক বছরের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাচ্ছে ইউরোপের অন্যতম বড় অর্থনীতি ও শক্তিশালী দেশ যুক্তরাজ্য। তবে এই বিচ্ছেদ মানে গোটা সম্পর্কের বিচ্ছেদ নয়। তা জানালেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে গেলেও শর্তহীনভাবে ইউরোপের প্রতিরক্ষা ও নিরাপত্তায় তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। ইইউ ডিজিটাল সম্মেলনের আগে উত্তর এস্তোনিয়ার নেটো ঘাঁটির ব্রিটিশ সেনাদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় মে একথা বলেন বলে বিবিসি জানিয়েছে। ব্রেক্সিটের ফলে যে কিছুই পরিবর্তন হবে না তার কথার মধ্য দিয়ে নেটো সেনাদের সে আশ্বাসই দিয়েছেন মে। ইউরোপের দেশগুলোর শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে গতকাল এস্তোনিয়ার রাজধানী তালিনে সম্মেলনের আয়োজন করা হয়। ব্রেক্সিট প্রস্তুতির মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ব্রাসেলসের সঙ্গে নতুন নিরাপত্তা অংশীদারিত্বও গড়ে তোলার কথা ভাবছেন। সাইবার হুমকি মোকাবিলায় মে ইউরোপের অন্য দেশগুলোকে যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের সহায়তারও প্রস্তাব দিয়েছেন।

সর্বশেষ খবর