শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বাগদাদির নতুন অডিও বার্তা

বাগদাদির নতুন অডিও বার্তা

ইরাকে সেনাবাহিনীর আইএস বিরোধী অভিযান জোরদার করার পর থেকেই জল্পনা চলছিল জঙ্গি সংগঠনটির প্রধান বাগদাদির কি হবে। এরপর একাধিকবার রটে বিমান হামলায় নিহত হয়েছেন। এই নিহতের দাবি করেছিল যুক্তরাষ্ট্র-রাশিয়া দুই দেশেই। এমন কী আইএসের বার্তা সংস্থারও বরাত দিয়ে জানানো হয়েছিল বাগদাদি মারা গেছেন। তারপরেও আদৌ বাগদাদি নিহত হয়েছেন কি না সে বিষয়ে একটা ধোঁয়াশাই থেকে গিয়েছে। আইএসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে না বাগদাদি মারা যাননি। তিনি জীবিত আছেন এবং বৃহস্পতিবার বাগদাদির একটি বক্তৃতার অডিও প্রকাশ করেছে আইএস। সেখানে শোনা যায়, সিরিয়া ও ইরাক পুনর্দখলে আনার জন্য শত্রুপক্ষের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করার আহ্বান জানাচ্ছেন বাগদাদি। বাগদাদি আরও বলেছেন, ‘আমরা থাকব, প্রতিরোধ করব, একটু ধৈর্য ধরতে হবে।’ এ অডিও বার্তাকে ঘিরেই এখন চাউর বিশ্ব গণমাধ্যম।

তবে যুক্তরাষ্ট্র বলছে, তারা এখনো বিশ্বাস করছে না বাগদাদি বেঁচে আছে এবং অডিওটির পরীক্ষা করা হচ্ছে।

কখন অডিওটি রেকর্ড করা হয়েছে ইতিমধ্যে সেটা নিয়েও তদন্ত শুরু    হয়ে গেছে। বিবিসি।

সর্বশেষ খবর