শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

নারীরা গাড়ি চালালে দুর্ঘটনা কমবে : সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী

নারীরা গাড়ি চালালে দুর্ঘটনা কমবে : সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী

নারীরা গাড়ি চালালে সড়ক দুর্ঘটনা কমবে বলে আশা প্রকাশ করেছেন সৌদি আরবের  স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ বিন নায়েফ। বৃহস্পতিবার টুইটারে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারীরা গাড়ি চালালে সড়কে নিরাপত্তার বিষয়টি শিক্ষাগত অনুশীলনে পরিণত হবে এবং এটা দুর্ঘটনার কারণে মানুষের মৃত্যুর হার কমানোর পাশাপাশি অর্থনৈতিক ক্ষতিও কমবে। আমাদের নিরাপত্তা বাহিনী পুরুষ ও নারী উভয়ের ওপর সড়ক নিরাপত্তা আইন প্রয়োগের জন্য প্রস্তুত আছে। যদিও কিভাবে সড়ক দুর্ঘটনা কমবে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। বিবিসি।

সর্বশেষ খবর