শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
পর্যবেক্ষণ বিমান উড্ডয়ন

রুশ-মার্কিন সম্পর্কে ফের উত্তেজনা

সামরিক পর্যবেক্ষণ বিমান উড্ডয়নকে কেন্দ্র করে ফের উত্তেজনা শুরু হয়েছে আমেরিকা ও রাশিয়ার মধ্যে। ওয়াশিংটন দাবি করেছে, উন্মুক্ত আকাশ বা ওপেন স্কাই চুক্তি লঙ্ঘন করেছে মস্কো। ব্যাল্টিক সাগর তীরবর্তী রুশ ছিটমহল কালিনিগ্রাদের আকাশসীমা দিয়ে মার্কিন সামরিক পর্যবেক্ষণ বিমান উড্ডয়নে মস্কো বাধা দিয়েছে। আর এ প্রেক্ষাপটে রাশিয়ার জন্য বাধা নিষেধ আরোপ করার পরিকল্পনা আমেরিকা করছে বলেও ঘোষণা করা হয়েছে। কিন্তু রাশিয়া বলছে, এসব অভিযোগ দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটাবে।

সর্বশেষ খবর