শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

কিউবায় মার্কিন দূতাবাসকর্মীদের ওপর রহস্যজনক হামলা

কিউবার মার্কিন দূতাবাসকর্মীদের ওপর রহস্যজনক হামলা চালানো হয়েছে। দূতাবাসের পাশাপাশি বেশকিছু হোটেলেও এমন হামলার ঘটনা ঘটেছে। এতে অসুস্থ হয়ে পড়েছেন কানাডার দুই নাগরিকসহ ২১ জন। এ ঘটনায় দূতাবাসের অর্ধেকেরও বেশি কর্মীকে সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। গতকাল মার্কিন পররাষ্ট্র দফতর থেকে এসব তথ্য জানানো হয়। বিবিসি জানিয়েছে, প্রাথমিকভাবে একে সনিক অ্যাটাক বা শব্দ তরঙ্গ ব্যবহার করে হামলা বলে মনে করা হচ্ছে। তবে হামলার ধরনের ব্যাপারে এখনো নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এফবিআই, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এবং কিউবা কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দূতাবাসকর্মীদের সপরিবারে কিউবা ত্যাগের নির্দেশ দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতর। বলা হয়েছে, শুধু ‘জরুরি দায়িত্বরত কর্মকর্তারা’ কিউবায় অবস্থান করুন। এছাড়া, যুক্তরাষ্ট্রের নাগরিকদের কিউবা সফর থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ খবর