ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটিশের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিটের প্রক্রিয়া অনেকটাই শুরু হয়েছে। তবে বিষয়টিকে খোদ ব্রিটিশের অনেকে মেনে নিতে পারছেন না। আর এ কারণেই অনেক ব্রিটিশ নাগরিক ইউরোপের অন্য দেশগুলোর নাগরিক হওয়ার জন্য আবেদন করছে। বিশেষ করে ব্রেক্সিট গণভোটের পর তা বৃদ্ধি পেয়েছে অনেক বেশি। অর্থাৎ অনেক ব্রিটিশ নাগরিকেই ‘বধ্য’ ব্রিটেনে থাকতে চান না। তারা মুক্ত ইউরোপের নাগরিক হতে চান। এ জন্য আগের তুলনায় এমন আবেদন এখন কোনো কোনো ক্ষেত্রে তিনগুণ, দ্বিগুণ হয়েছে। যেসব দেশে এমন নাগরিকত্বের জন্য আবেদন বেশি পড়েছে তার মধ্যে রয়েছে ফ্রান্স, আয়ারল্যান্ড, স্পেন, সুইডেন, ডেনমার্ক ও পোল্যান্ড। শুধু গত এক বছরে ইউরোপের অন্য দেশে নাগরিকত্বের আবেদনকারী ব্রিটিশের সংখ্য বৃদ্ধি পেয়ে প্রায় লাখে পৌঁছেছে। এক্ষেত্রে আয়ারল্যান্ডে এ বছর জুন পর্যন্ত পাসপোর্টের জন্য আবেদন করেছেন ৬৪ হাজার ৪০০ ব্রিটিশ নাগরিক। আগের বছর এ সংখ্যা ২৫ হাজার ২০৭। স্পেনে আবেদন করেছে ৪৫৫৮ জন। আগের বছর এ সংখ্যা ছিল ২৩০০। এ বছর তা দাঁড়ায়— সুইডেনে আগের বছর ৯৬৯ আর এ বছর ২০০২। পোল্যান্ডে আগের বছর ১৫২ আর এ বছর ৩৩২। ডেনমার্কে আগের বছর ২৮৯ আর এ বছর ৬০৪। ২০১৫ সালে ফ্রান্সে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন ৩৮৫ জন। কিন্তু এক্ষেত্রে ব্যাপক বৃদ্ধির মাধ্যমে ২০১৬ সালে এ সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৩৬৩। তবে ইউরোপের দেশগুলো ব্রেক্সিটের পরিপ্রেক্ষিতে তাদের নাগরিকত্ব দেবে কী না বিষয়টি এখনো নিশ্চিত হয়। দ্য ইন্ডিপেন্ডেন্ট।