আমেরিকান বংশোদ্ভূত ভারতের খ্যাতিমান অভিনেতা টম অল্টার (৬৭) মারা গেছেন। মুম্বাইয়ে নিজ বাসভবনে স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিখ্যাত এ অভিনেতার ব্যক্তিগত কর্মকর্তা ইসমাইল আনসারি গতকাল সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছেন। তিনি স্কিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। টমের ছেলে জামি জানিয়েছেন, তার বাবা স্কোয়ামাস সেল কার্সিনোমা নামে এক ধরনের স্কিন ক্যান্সারে ভুগছিলেন। এ জন্য গত বছরই তার হাতের একটি আঙুল কেটে ফেলতে হয়েছিল। উল্লেখ্য, ভারতীয় সিনেমা ও থিয়েটারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০০৮ সালে দেশটির সরকার টম অল্টারকে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’তে ভূষিত করেছিল। হিন্দু অনলাইন।