মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ঐতিহাসিক সফরে গাজায় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি


ঐতিহাসিক সফরে গাজায় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি আল-হামদাল্লাহ গতকাল এক ঐতিহাসিক সফরে গাজা উপত্যকায় গেছেন। ফিলিস্তিনের জাতীয় ঐক্য প্রতিষ্ঠার সর্বশেষ প্রচেষ্টা হচ্ছে তার এ সফর। বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে হামাসের নিয়ন্ত্রণাধীন গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণভার নিজ হাতে নিয়েই প্রধানমন্ত্রীর রামির সফরের মূল লক্ষ্য। গত এক দশক ধরে উপত্যকাটির নিয়ন্ত্রণ ধরে রেখেছিল ইসলামী গোষ্ঠী হামাস। হামাস সম্প্রতি ঘোষণা দিয়েছে যে, প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর নেতৃত্বাধীন পশ্চিমতীরভিত্তিক ঐক্যের সরকারের হাতে তারা গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ তুলে দেবে। ২০১৪ সালে ফিলিস্তিনে ঐক্যের সরকার প্রতিষ্ঠিত হয়। তাই ফিলিস্তিনের জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে হামাসের এ ঘোষণা নিঃসন্দেহে বড় অগ্রগতি। গাজায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী রামি গাজা সফরকে ফিলিস্তিনি জনগণের ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন। আলজাজিরা।

সর্বশেষ খবর