বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ফ্রান্সে বোমা হামলার চেষ্টা নস্যাৎ, গ্রেফতার ৫

ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি অভিজাত আবাসিক ভবনে বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে। এ পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন উগ্রপন্থায় জড়িত থাকায় সরকারের নজরদারির মধ্যে ছিল। এক প্রতিবেশীর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এ সফলতা পেয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাখ কলম জানিয়েছেন।

বার্তা সংস্থা এপি পুলিশের বরাতে জানায়, ওই প্রতিবেশী শহরটির একটি আবাসিক ভবনের কাছে সন্দেহজনক তত্পরতার ব্যাপারে পুলিশকে জানান। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। ফ্রান্স যে এখনো বড়মাত্রার সন্ত্রাসী হামলার হুমকির মধ্যে রয়েছে তা এ ঘটনায় প্রমাণ করে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাখ জানিয়েছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘প্যারিসের অভিজাত একটি আবাসিক এলাকার একটি ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা এই আভাস দিচ্ছে না যে এখানে কেউ নিরাপদ নয়?’ এদিকে, ফ্রান্সে নতুন একটি সন্ত্রাসবাদবিরোধী আইন হচ্ছে। স্থানীয় সময় গতকালই দেশটির পার্লামেন্ট আইনটির অনুমোদন পাওয়ার কথা রয়েছে। জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে চলমান লড়াইয়ের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাখ বলেন, ‘সামরিক দিক দিয়ে আইএসের পরাজয় ঘটলেও আমরা এখনো যুদ্ধাবস্থার মধ্যে রয়েছি।’ রাশিয়া টুডে।

সর্বশেষ খবর