বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
অ ন্য খ ব র

উপেক্ষিত!

উপেক্ষিত!

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের ছয় মাস পূর্তিতে রাজ্যের দর্শনীয় স্থান নিয়ে নতুন একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে। এতে পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম তাজমহলের কোনো উল্লেখ নেই। পুস্তিকাটি প্রকাশ করেছেন রাজ্যর পর্যটনমন্ত্রী রিতা বহুগুনা। পুস্তিকায় গুরুত্বপূর্ণ পর্যটন স্থানের তালিকায় গোরাকপুর মন্দিরসহ বেশ কিছু স্মৃতিসৌধ ও নতুন দর্শনীয় স্থানের নাম রয়েছে। গোরাকপুর মন্দিরের প্রধান পুরোহিত রাজ্যের মুখমন্ত্রী নিজেই। তবে এ ব্যাপারে উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং বলেন, ‘এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। যে কারণে তাজমহলকে উপেক্ষা করা হয়েছে।’ রাজ্য সরকার তাজমহলের গুরুত্ব স্বীকার করে উল্লেখ করে তিনি বলেন, এমনকি আমরা যাত্রীদের সুবিধার্থে আগ্রায় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির কথা ভাবছি। চলতি বছরের জুনে তাজমহল নিয়ে মন্তব্য করে সংবাদমাধ্যমের শিরোনামে আসেন যোগী আদিত্যনাথ।

তিনি বলেছিলেন, সপ্তদশ শতাব্দীতে মুঘল সম্রাট শাহজাহানের নির্মিত এই তাজমহল ভারতীয় সংস্কৃতিকে প্রতিফলিত করে না। এ কারণে এখন বিদেশি ভিআইপিদের উপহার হিসেবে তাজমহলের প্রতিকৃতি দেওয়ার পরিবর্তে গীতা ও রামায়ণের কপি দেওয়া হচ্ছে। দ্য হিন্দু।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর