শিরোনাম
শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
লাস ভেগাস হত্যাকাণ্ড

কিছুই জানতেন না প্যাডকের বান্ধবী

কিছুই জানতেন না প্যাডকের বান্ধবী

মারিলু ড্যানলি--স্টিফেন প্যাডক

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হামলাকারী স্টিফেন প্যাডকের বান্ধবী মারিলু ড্যানলি জানিয়েছেন, প্যাডকের পরিকল্পনা সম্পর্কে তিনি কিছুই জানতেন না। তিনি প্যাডককে দয়ালু, যত্নশীল এবং শান্ত স্বভাবের বলে উল্লেখ করেছেন। বুধবার ফিলিপাইন থেকে যুক্তরাষ্ট্রে ফিরে ড্যানলি একথা বলেন। তার এই মন্তব্যের কয়েক ঘণ্টা পর পুলিশ বলছে, অবসরপ্রাপ্ত অ্যাকাউন্টেন্ট প্যাডক ‘গোপনে আরেকটি জীবন’ যাপন করতেন বলে ধারণা করা হচ্ছে। ‘রুট নাইনটি ওয়ান হারভেস্ট’ কনসার্টে নিকটবর্তী ম্যান্ডালে বে ক্যাসিনোর ৩২ তলা থেকে নির্বিচারে গুলি চালানোর পর আত্মহত্যা না করে প্যাডক পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে থাকতে পারেন বলেও মনে করছে পুলিশ, যদিও এ বিষয়ে বিস্তারিত বলেনি তারা। কিন্তু কী কারণে ক্যাসিনোর পাশের উন্মুক্ত চত্বরে গুলি চালিয়ে প্যাডক যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ   হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। রবিবারের ওই ঘটনায় অন্তত ৫৯ জন নিহত এবং ৫০০-ও বেশি মানুষ আহত হন। তদন্তের অগ্রগতি নিয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে লাস ভেগাসের ক্লার্ক কাউন্টির শেরিফ জোসেফ লম্বার্ডো জানান, হোটেলে রাখা প্যাডকের গাড়ি  থেকে তারা আরও বিস্ফোরক উদ্ধার করেছেন, পেয়েছেন প্রায় ১৬০০ রাউন্ড গুলি।  এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার লাস ভেগাস এসে বলেন, ভয়াবহ এই হত্যাকাণ্ডে পুরো জাতিই  শোকাহত। বিপদ উপেক্ষা করেও জরুরি বিভাগের যেসব কর্মীরা আহতদের বাঁচাতে গুলির মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের প্রশংসা করেন তিনি। বিবিসি।

সর্বশেষ খবর